বাচ্চাদের অত্যাধিক হাঁচির প্রধান কারণ হচ্ছে এলার্জিক রাইনাইটিস (Allergic Rhinitis), দূষণ, ময়লা এবং যদি কোনও ভাইরাস হঠাৎ করে তাদের নাকের ভেতর যায় I ব্রঙ্কিয়াল আস্থমার্ প্রথম ধাপ হচ্ছে এলার্জিক রাইনাইটিস, তারপর সেটা শ্বাসকষ্টতে পরিণত  হতে  পারে I এলার্জিক রাইনাইটিস অনেক সময়ে  চোখে হতে পারে এবং এর কারণে চোখ  লাল হওয়ার সম্ভাবনা থাকে I    ডাঃ ঋতব্রত কুণ্ড, শিশু রোগ বিশেষজ্ঞ, কলকাতা, সকালে বাচ্চাদের অত্যাধিক হাঁচির  কারণ এবং ঝুঁকি নিয়ে আলোচনা করেছেন I 
#ChildHealth #MorningSneezing #AllergyAlert #KidsHealthTips #HealthAdvice #ChildCare #SneezingCauses #ProtectYourChild #HealthyKids #ParentalGuidance  #healthy #healthcare #healthy