Birohi kabbo mount. Shipon ahmed himel

  • 2 years ago
Poetry: Birhi Kavya
Poet: Shipon Ahmed Himel
Recitals: Mou
Music: Collected Books: Virhi Kavya
Published by: Amar Ekushey Granth Mela (2020)



Birahi Kavya

All my poems
Just writing about you.
All my efforts
Love is motivation and inspiration
All likes and dislikes;
Only written about you.

All my poems
I left it just for you.
On the day you read Virhi Kavya.
That day will understand, understand what love is!
You will understand what is boring that day!
He will find me that day..
Understand, only for you
In my little mind,
How much love I kept
just for you

That day despite trying a hundred times
can't find me
I will be lost far away.
All my love is in poetic form
Later will be on the diary page
Or in someone's memory.

All my favorite songs
I sang just for you.
The day I won't be there..
Listen to those songs that day
And remember me
If you can, even that day,
love me a little
Your love will reach my heart
I will feel it with my heart.

All my favorite songs
Just writing about you.
Those songs without getting close to you
The string of the harp is tied today!
Those songs became Agniveena
Maybe one day will play in your heart!
You will understand that day
All my favorite poems
Keep it in your mind.

কবিতা: বিরহী কাব্য
কবি: শিপন আহমেদ হিমেল
আবৃত্তি: মৌ
মিউজিক: সংগৃহীত
বই: বিরহী কাব্য
প্রকাশিত: অমর একুশে গ্রন্থমেলা (২০২০)



বিরহী কাব্য

আমার সকল বিরহী কব্যগুলো
শুধু তোমায় নিয়ে লেখা।
আমার সকল সাধ-সাধনা
ভালবাসা উৎসাহ আর অনুপ্রেরণা
সকল ভালো লাগা, মন্দ লাগা;
শুধু তোমায় নিয়ে'ই লেখা।

আমার সকল বিরহী কাব্যগুলো
শুধু তোমার জন্যে রেখে গেলাম।
যেদিন তুমি বিরহী কাব্য পাঠ করবে।
সেদিন বুঝবে, বুঝবে ভালোবাসা কী!
বুঝবে সেদিন বিরহ কী!
সেদিন'ই আমায় খুঁজবে..
বুঝবে, শুধু তোমার জন্যে
আমার এ ছোট্ট মনে,
কত ভালোবাসা জমিয়ে রেখেছিলাম
শুধু তোমার জন্যে।

শত চেষ্টা করেও সেদিন
আমায় খুঁজে পাবে না।
আমি অনেক দূরে হারিয়ে যাবো।
আমার সকল ভালোবাসা বিরহী কাব্য রূপে
পরে থাকবে ডায়েরির পৃষ্ঠায়
কিংবা কারো, মনে স্মৃতির পাতায়।

আমার সকল বিরহী গানগুলো
শুধু তোমার জন্য গেয়ে গেলাম।
যেদিন আমি থাকবো না..
সেদিন সেই গানগুলো শুনিয়ো
আর আমায় মনে করিয়ো
যদি পার তাবে সেদিনও,
আমায় একটু ভালোবাসিও।
তোমার ভালোবাসা আমার অন্তরে পৌঁছাবে
আমি হৃদয় দিয়ে অনুভব করে নিবো।

আমার সকল বিরহী গানগুলো
শুধু তোমায় নিয়ে লেখা।
তোমায় কাছে না পেয়ে সে গানগুলো
বীণার তারে আজ জোড়া বেঁধেছে!
সেই গানগুলো অগ্নিবীণা হয়ে
হয়তো একদিন তোমার হৃদয়ে বাজবে!
সেদিন তুমি বুঝে নিয়ো
আমার সকল বিরহী কবিতাগুলো
তোমার মনে যত্ন করে রেখে দিয়ো।

Recommended