Ananda Sakal i: এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ফ্ল্যাটে প্রায় ৮ ঘণ্টা তল্লাশি চালাল সিবিআই। Bangla News

  • 2 years ago
এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ফ্ল্যাটে প্রায় ৮ ঘণ্টা তল্লাশি চালাল সিবিআই।  গতকাল বিকেল ৫টায় ফ্ল্যাটে যান সিবিআইয়ের ৫ আধিকারিক। রাত ১টা পর্যন্ত তল্লাশি চালান তাঁরা। সূত্রের খবর, সুবীরেশের বাড়ি, গাড়ি, সম্পত্তি সম্পর্কে তথ্য সংগ্রহও করেছেন তাঁরা।  এরপর রাত ১টা নাগাদ সিবিআই টিম ফ্ল্যাট থেকে চলে যায়। তখন ফ্ল্যাটেই ছিলেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান।  ফ্ল্যাটটি আগে সিল করে দিয়েছিল সিবিআই। 

Recommended