Twin Tower Demolition: বহুতলে ঠাসা বিস্ফোরক, বিশেষ পদ্ধতিতে ধ্বংস জোড়া বহুতল। Bangla News
চারপাশে আবাসন। মাঝে দুর্নীতির বহুতল। তা ভেঙে ফেলতে ব্যবহার করা হল ওয়াটারফল ইমপ্লোশন পদ্ধতি। জোরাল বিস্ফোরণের পরে নির্দিষ্ট জায়গার ওপরেই ভেঙে পড়ে গোটা বহুতল। দায়িত্বপ্রাপ্ত ২ সংস্থার বিশেষজ্ঞদের দাবি, এই পদ্ধতির ব্যবহারে কোথাও কোনও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়নি।
Category
🗞
News