ঋণ শোধের নামে মহিলাকে ব্ল্যাকমেল করার অভিযোগ। আপত্তিকর ছবিতে মহিলার ছবি বসিয়ে ছড়িয়ে দেওয়ার অভিযোগ। ‘৭ হাজার টাকা শোধ করার পরও আরও টাকা চেয়ে হুমকি ফোন। দাবি মতো টাকা না দিলে আপত্তিকর ছবি আরও অনেকের কাছে পাঠানোর হুমকি’, হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের মহিলার। দু’মাস আগে পুলিশকে জানালেও কাজ হয়নি, অভিযোগ মহিলার। মহিলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, জানাল হরিদেবপুর থানা।
Be the first to comment