এবার কলকাতা সংলগ্ন হাতিয়াড়ায় জাল নোটের কারখানার হদিশ। কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার ২। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধেয় টাকি হাউস বয়েজ স্কুলের কাছ থেকে চেঙ্গিস আলম ও আফজল আলি নামে ২ জনকে পাকড়াও করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৭০ হাজার ৫০০ টাকার জাল নোট। এরপর গতকাল চেঙ্গিজকে নিয়ে তল্লাশি চালিয়ে ইকো পার্ক থানা এলাকার হাতিয়াড়ায় ভাড়াবাড়িতে জাল নোটের কারখানার হদিশ মেলে। বাজেয়াপ্ত করা হয় জাল নোট তৈরির সরঞ্জাম, রং, রাসায়নিক-সহ বিভিন্ন সামগ্রী।