কবিতাা;ঐ_প্রান্তে_তুমি

  • 2 years ago
poem: You are at that end
Poet: Shipon Ahmed Himel
Recitation: Jalaluddin Rumi
Music: Drunk Flute
Book: Virhi Kavya
Published by: Amar Ekushey Granth Mela (2020)


You are at that end

You are at that end
At this end, I
runs in the middle
Dust, dust desert.

Stay on that edge
You live forever.
That's why I see you
My sigh increases.
That's where your house is
That's why I'm at that end
Always come and go.

At that end it's twilight afternoon
Colorful dreams smile
On this side of my chest
This mind weeps at times.

This is where I live
And sorrow, suffering!
This is where I am after
I am living with pain.

A vast desert runs along this side
That sand is mixed in dust, particles
I have tears in my eyes.

You are at that end
I am at this end.
cut in the middle
How many thousand nights.

Don't go to that end
I can't see you.
But stay on that edge
I am at this end.

কবিতা: ঐ প্রান্তে তুমি
কবি: শিপন আহমেদ হিমেল
আবৃত্তি: জালালুদ্দিন রুমি
মিউজিক: মাতাল বাঁশি
বই: বিরহী কাব্য
প্রকাশিত: অমর একুশে গ্রন্থমেলা (২০২০)


ঐ প্রান্তে তুমি

ঐ প্রান্তে তুমি
এই প্রান্তে আমি,
মাঝখানে বয়ে চলে
ধূ, ধূ মরুভূমি।

ঐ প্রান্তে থাকো তুমি
নিত্য তোমার বসবাস।
তাইতো তোমায় দেখে
বাড়ে আমার দীর্ঘশ্বাস।
ঐ প্রান্তে'ই তোমার বাসা
তাইতো ঐ প্রান্তেই আমার
নিত্য যাওয়া আসা।

ঐ প্রান্তে'ই গোধূলি বিকেলে
রঙিন স্বপ্নগুলো হাসে
এই প্রান্তে আমার বুকে
বিরহে এ মন কাঁদে।

এই প্রান্তেই আমি বাস করি
আর দুঃখ, কষ্ট চাষ করি!
এই প্রান্তে'ই আমি পরে আছি
শত যন্ত্রণা নিয়ে বেঁচে আছি।

এই প্রান্তে বয়ে চলেছে বিস্তীর্ণ মরুভূমি
সেই বালির ধূলি, কণায় মিশে আছে
আমার দুই চোখের পানি।

ঐ প্রান্তে তুমি
এই প্রান্তে আমি।
মাঝখানে কেটে গেল
কত সহস্র রাত্রি নিশি।

ঐ প্রান্তে হয় না যাওয়া
হয় না তোমায় দেখা।
তবু ঐ প্রান্তে থাকো তুমি
এই প্রান্তে আমি।