অদ্ভুত সব পোশাকে ভাইরাল | Urfi jabed | না দেখেলে মিস করবেন।
টেলিভিশন দুনিয়ার এমন বহু অভিনেত্রী রয়েছেন, যারা শুধুমাত্র বিতর্কে জড়িয়েই, নানান ধরণের মন্তব্য করে জনপ্রিয়তা পান। সেই তালিকায় সবার উপরে নাম রয়েছে, উরফি জাভেদ (Urfi Javed)। হিন্দি টেলিভিশন দুনিয়ার বিতর্কিত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন উরফি। ‘বিগ বস ওটিটি’ থেকে সাফল্য পাওয়ার পর নিজের অদ্ভুত ধরণের পোশাকের কারণে বহুবার নেটিজেনদের চর্চার কেন্দ্রে চলে এসেছেন এই অভিনেত্রী। তার পোসাকের ধরনের দেখলে আপনার মাথা ঘুরে যাবে। Video credits: urfi jabed #CineVerse #urfijabed
Be the first to comment