দামাল মুভির বিশেষ বিশেষত হচ্ছে এটা মুক্তিযুদ্ধের একটি অংশের গল্প। মুক্তিযুদ্ধ নিয়ে অনেক সিনেমাই বাংলাদেশে হয়েছে। কিন্তু দামালে মুক্তিযুদ্ধের ভিন্ন এক দিক উপস্থাপন করা হয়েছে। হয়ত অনেকের কাছে অজানা। ১৯৭১ সালের জুন মাসে মুক্তিযুদ্ধ চলাকালীন সমায়ে বাংলাদেশী ফুটবল দল মুক্তিযুদ্ধের পক্ষে জনমত, পরিচিতি ও অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভারতসহ বিভিন্ন স্থানে মোট 16টি প্রদর্শনী ম্যাচ খেলে মোট 5 লাখ টাকা আয় করে। সেই সমায়ে ফুটবল দলটি স্বাধীন বাংলা ফুটবল দল হিসাবে পরিচিত ছিল। পৃথিবীর ইতিহাসে যুদ্ধকালিন সমায়ে প্রথম ফুটবল দল এটিই। #CineVerse #Damal
Be the first to comment