Skip to playerSkip to main content
  • 3 years ago
ইতিহাসের বিকৃতি বা অপলাপ করছেন মোদি, বিস্ফোরক সুগত বসু। ‘গাঁধীজি, নেতাজির নেতৃত্বে সংগ্রাম করে স্বাধীনতা পেয়েছি আমরা’ । ‘সাভারকর প্রথম জীবনে স্বাধীনতা সংগ্রাম করেছিলেন, পরে সরে আসেন’ । ‘শ্যামাপ্রসাদ কখনওই স্বাধীনতা সংগ্রামী ছিলেন না’। ‘ব্রিটিশ গভর্নরকে পরামর্শ দেন, কীভাবে ভারত ছাড়ো আন্দোলনকে দাবিয়ে রাখা যায়’। ‘শরত্‍চন্দ্র বসু বাংলার ঐক্য বজায় রাখতে আপ্রাণ চেষ্টা। করেছিলেন’‘শ্যামাপ্রসাদ বাংলাকে ভাগ করার দাবি করেছিলেন’। ‘পূর্ব বাংলার হিন্দুদের দুর্দশার জন্য শ্যামাপ্রসাদ সরাসরিভাবে দায়ী’। বিস্ফোরক নেতাজি পরিবারের সদস্য সুগত বসু।

Category

🗞
News
Comments

Recommended