যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে.....। রাত্রি দাস। jabar balay.....Ratri Das.

  • 2 years ago
যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে
কেন বলো কাঁদালে আমায়।
আমার এ মন বুঝি মন নয়।।

হাসি আর গানে গানে
এতদিন ফুল ফোটানোর খেলা চলেছিল।

যে কাঁটা রয়েছে বিঁধে মরমের মাঝে
তার কথা মন ভুলেছিল।
ব্যথায় ব্যথায় তাকে মনে পড়ে যায়।।

স্মৃতির আকাশ থেকে
হয়ত আমায় তুমি মুছে দেবে।

স্বপ্নের রঙে যত ছবি আঁকা হলো
চোখের জলেতে ভেসে যাবে।
যা কিছু দিয়েছে পাওয়ার সে আমায় নয়

Recommended