Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/22/2022
গড়ফা থানা এলাকার শরত্‍ বোস কলোনি এলাকায় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ওই মহিলার সঙ্গীর দেহ উদ্ধার হয়েছে ফ্ল্যাট থেকে কিছুটা দূরে রেল লাইন থেকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মহিলাকে খুন করে আত্মঘাতী হয়েছেন তাঁর সঙ্গী। শরত্‍ বোস কলোনি এলাকার ফ্ল্যাটের মালিক বছর ৬৫-র গোবর্ধন শেঠ। গোবর্ধনের স্ত্রী, মেয়ে অন্যত্র থাকেন। তাঁর ফ্ল্যাটে নিত্য আসা যাওয়া ছিল বেলেঘাটার বাসিন্দা, বছর ৪৫-এর শান্তি সিংয়ের। শান্তির আত্মীয়দের দাবি, গতকাল সন্ধেয় গোবর্ধন তাঁদের ফোন করে জানান, শান্তি আর নেই।  মহিলার আত্মীয়রা গড়ফার ফ্ল্যাটে এসে দেখেন, মেঝেয় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শান্তির সিংয়ের দেহ।  কিছু পরে বালিগঞ্জ ও ঢাকুরিয়ার মধ্যে রেল লাইন থেকে জিআরপি উদ্ধার করে গোবর্ধনের দেহ। কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Category

🗞
News

Recommended