ত্রিপুরার বিজেপি সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, "রাস্তার এমন অবস্থা অন্তঃসত্ত্বাদের কাঁধে করে নিয়ে যেতে হয়। এক ঘণ্টা বৃষ্টি হলে আগরতলায় ডুবজল, বিজেপির কাউকে পাশে পাওয়া যায় না। ২৪৫ কোটি টাকা দিয়ে আগরতলাকে স্মার্ট সিটি করে এই হাল ! ত্রিপুরায় বেকারত্বের হার ১৮ শতাংশ, বাংলায় বেকারত্বের হার ৪ শতাংশ।"
Category
🗞
News