WB Madhyamik Results 2022: "চিকিৎসক হতে চাই,'' জানালেন প্রথম স্থানাধিকারীরা

  • 2 years ago
প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফলাফল। এবারের মাধ্যমিকে প্রথম হয়েছেন ২ জন। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই। বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল প্রথম। পড়াশোন ছাড়া গল্পের বই পড়তে এবং খেলাধূলা করতে ভালবাসেন অর্ণব ঘড়াই। করোনা পরিস্থিতিতেও অনলাইন ক্লাস করেছি, জানালেন রৌনক মণ্ডল।