রেশমা - দুষ্ট কোকিলা - Dushto Kokila - বসন্তের গান - Reshma - Bosonto song 2022 -Urvashi Ganer Shiri

  • 2 years ago
কী গান গাহিল ওরে দুষ্ট কোকিলায়, প্রাণে মরি ছটফটাইয়া মরা আঙিনায়...
(গান নং- ১৪): ‘‘দুষ্ট কোকিলা’’
(Song no-14) “Dushto Kokila’’

গানের কথা:
-----------------
দুষ্ট কোকিলা
------------------
কী গান গাহিল ওরে দুষ্ট কোকিলায়
প্রাণে মরি ছটফটাইয়া মরা আঙিনায়
প্রাণসখা পাশে নাই ফাগুনরাঙা মোহনায়
যৌবনবাগে ফুল ফু্ইটাছে বহে দখিন বায়

রঙেভরা ফাগুন মাসে ভাসি চোখের জলে
সুরবীণায় আকুলিয়া সারা অঙ্গ দোলে
জবাফুলে খোঁপা বেঁধে দাঁড়াই সীমানায়
শেষ বিকালে যাব আমি তোমার ঠিকানায়

তুমি আমার বৃক্ষ বন্ধু আমি বনলতা
বরণমালা দিছি তোমায় দিছি মনের কথা
গানের কলি ভইজা রাখসি গহীন অন্তরায়
মুখোমুখি গাইব গান অচিন নিরালায়

মধুমাসে চাইয়া থাকি অপলক চোখে
কচুর পাতায় জীবনজল কেহ নাহি দেখে
অন্তর পুড়ে কালো হলেও হিয়ার জানালায়
প্রেমজ্যোতির আলো দেখে কষ্ট ভুলি হায়।

গীতিকার: ড. মো. হারুনুর রশীদ
সুরকার: আলাউদ্দিন কাওয়াল
শিল্পী: শিফাত ই নূর রেশমা

Recommended