হাড় ভাংগা সমস্যায় চিকিৎসা পরামর্শ ও ফিজিওথেরাপি চিকিৎসা কেন নিবেন

  • 3 years ago
এই ভিডিওটিতে আপনার ফ্রাকচার/হাড় ভেঙ্গে গেলে কখন কি করবেন তার সমস্থ ধারনা পাবেন। অর্থপেডিক স্পেশালিষ্টের সমস্থ প্লান শেষ করার পর পর ই যেমন প্লাস্টার, ইন্টারনাল ফিক্সেশন, ক্রিটিক্যাল অপারেশন কমপ্লিট করার পর ই ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। ফিজিওথেরাপি চিকিৎসক ফ্রাকচার/হাড় ভাঙ্গার অবস্থার ধরন দেখে ফিজিক্যাল এক্সামিনিশন করে ম্যাক্সিমাম মুভমেন্ট ও ফাংশন আনার জন্য থেরাপিউটিক এক্সারসাইজ, মুভিলাইজেশন , স্ট্রেচিং এবং ম্যানুয়াল থেরাপি স্কীল দিয়ে ম্যানেজ করতে হয়। আর সে জন্য ফিজিওথেরাপি চিকিৎসা ফিজিওথেরাপি স্পেশালিষ্টের অধীনে থেকেই নিতে হবে। আবার অনেকেই আছেন যারা নিজে নিজে ই এক্সারসাইজ করেন । আপনারা প্লিজ নিজ নিজে করতে যাবেন না কারন এক্সারসাইজের বিশেয়ায়িত ফিজিওথেরাপি ও রিহ্যাব প্রোগ্রাম থাকে যা স্টেপ বাই স্টেপ করতে হয়। আর নিজে নিজে করতে গেলে তার সম্পূর্ন ঠিক ঠাক মত হয় না। ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ মেনেই করবেন।