কি ধরনের ঘাড় ব্যথা আমাদের হতে পারে? ঘাড় ব্যথা সবারই এখন একটি সাধারণ সমস্যা। এই ঘাড় ব্যথার কারনে আমরা আমাদের স্বাভাবিক কাজকর্ম থেকে শুরু করে ঠিক পর্যন্ত ঘুমাতে ও পারি না। আমাদের কোন প্রকার আঘাত পেয়ে, মেরুদন্ড জনিত সমসা, অনেক সময় ধরে কম্পিউটার কিংবা স্মার্ট ফোন ব্যবহার, রাতে যদি অস্বাভাবিক ঘুম অথবা ঘুমের position ঠিক না থাকলে ঘাড়ে ব্যথা সাধারণত হয়ে থাকে। এই ঘাড়ে ব্যথার বিভিন্ন ধরন রয়েছে। আমরা যদি আমাদের এই ঘাড় ব্যথার ধরন সম্পর্কে জানতে পারি তাহলে ব্যথার স্থায়ী সমাধানের জন্য সঠিক চিকিৎসা পদ্ধতি কি কিংবা কোন উপায়ে চিকিৎসা করলে আমরাই এর সহজ সমাধান বের করতে সক্ষম হব এবং সঠিক একজন চিকিৎসকের নিকট ও যেতে পারব।
Be the first to comment