Skip to playerSkip to main content
  • 5 years ago
নবী রাসূলগণ হলেন এপৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাঁরা আল্লাহ তা’আলার মনোনীত পুরুষ। মানুষ কেবল তার “ইন্দ্রিয় আর বুদ্ধি” দিয়েই সবসময় সত্যকে শনাক্ত করতে সক্ষম হয় না। তাই, মহাসত্যের সন্ধান দিতে নবী রাসূলগণ এ পৃথিবীতে আল্লাহর বাণী বাহক হিশেবে প্রেরিত হয়েছেন।

তাঁরা পথহারা মানুষকে দিয়েছেন সঠিক পথের দিশা। আলোকিত করেছেন অজস্র অন্ধকার পথযাত্রীকে। সত্য ও কল্যাণের পথনির্দেশ এবং অন্যায় কাজে সাবধান করতে, পৃথিবীর প্রতিটি জাতিগোষ্ঠীর কাছেই ওহির জ্ঞাণ এবং প্রজ্ঞা দিয়ে, আল্লাহ তা’আলা নবীরাসূলগণকে এধরার বুকে প্রেরণ করেছেন।
অনুপম চরিত্রের এ মহামানবগণই আমাদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। বিশ্বাসী হিশেবে আমাদের উচিত তাঁদেরকেই মডেল বা আদর্শ রুপে গ্রহন করা।

সায়্যিদিনা আদম (আঃ) থেকে শুরু করে, ধারাবাহিকভাবে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ) পর্যন্ত, কুরআনে বর্ণিত সকল নবীদের ঘটনাবহুল, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবন পরিক্রমা নিয়ে, আমাদের এবারের আয়োজন “PROPHETS SERIES”

২৫ পর্বের ধারাবাহিক এই সিরিজটিতে, নবীদের সুমহান জীবনী এবং সেগুলো থেকে আমাদের বাস্তব জীবনে কি কি শিক্ষা নিহিত রয়েছে?, এবং সেগুলো কিভাবে আমরা চলমান সময়ে আমাদের সাথে রিলেট করতে পারি? এসব নিয়ে সবিস্তারে আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। আসুন, ভিডিওগুলো শুনি এবং নবীদের দেখানো পথে নিজেদের পরিচালিত করার চেষ্টা করি।

প্রতিটি এপিসোড নিজে শুনুন, এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। Do listen & Share the Khayr. আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ইসলাম ভালোভাবে বুঝার এবং মানার তাওফিক দান করুন। আমীন

Category

📚
Learning
Be the first to comment
Add your comment

Recommended