জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান ও সুস্মিতা আনিস প্রথমবারের মতো দ্বৈত কণ্ঠে গাইলেন। ভালোবাসা দিবসের এই গানটির শিরোনাম ‘স্মৃতির ফানুস’। টিউন এ্যান্ড ট্র্যাকস স্টুডিওতে রেকর্ড হওয়া গানটি প্রকাশ পেয়েছে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি)।
নিউ মিউজিক প্যারাডাইরে ব্যানারে ‘Shusmita Anis’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া এ গানের ভিডিওতে জুটি বেঁধে হাজির হয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী তানজিন তিশা। তাদের এখানে স্বামী স্ত্রী চরিত্রে দেখা গেছে।
Be the first to comment