পা দিয়ে লিখে জেএসসি পরীক্ষা দিচ্ছেন মানিক | Jagonews24.com

  • 3 years ago
জন্ম থেকেই দুই হাত নেই মানিক রহমানের। তবুও থেমে নেই সে। অন্য সব শিক্ষার্থীদের মতো সেও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়ে সে। তবে পরীক্ষার খাতায় সে লিখছে ডান পা দিয়ে। অবাক করা ব্যাপার হলো পা দিয়ে লেখাগুলোও তার সুন্দর ও স্বাভাবিক।

নিউজটি পড়তে ক্লিক করুন-
https://www.jagonews24.com/country/news/538138

Recommended