বানভাসি মানুষের পাশে জাগো নিউজ ও প্রাণ আরএফএল গ্রুপ | jagonews24.com

  • 3 years ago
অনেকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে উঁচু বাঁধের ওপরে, কেউবা খোলা আকাশের নিচে। খাদ্য ও বিশুদ্ধ পানির দুষ্প্রাপ্যতা, সেই সঙ্গে গবাদি পশুর নিরাপদ আশ্রয়ের অভাব। সব মিলিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এখানে।

উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের বেশকিছু এলাকায় এক মাসেরও বেশি সময় ধরে খোলা আকাশের নিচে অসহায় জীবন পার করছেন বানভাসি মানুষ। টানা বৃষ্টি ও ঢলের কারণে সৃষ্ট বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাদের কাছে খাবার নেই, নেই থাকার জায়গা। দুর্গত এলাকা হওয়ায় পৌঁছায়নি তেমন ত্রাণসামগ্রী। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় মানুষের মাঝে হাহাকার দেখা দিয়েছে।

বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/national/news/516302