সৌদি ইমিগ্রেশন প্রোফাইল হচ্ছে আশকোনায় | jagonews24.com

  • 3 years ago
আগামীকাল ৪ জুলাই থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট অপারেশন। হজযাত্রীদের বিড়ম্বনা কমাতে এবারই প্রথম ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবের ইমিগ্রেশন। এখানে হজযাত্রীদের প্রয়োজনীয় সব তথ্য আগাম একত্র করে দিতে সৌদির একটি কোম্পানিকে দায়িত্ব দেয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত ওই কোম্পানি শতাধিক জনবল নিয়ে ২০টি বুথে ইতোমধ্যে হজ ক্যাম্পে কাজও শুরু করেছেন। হজযাত্রীদের সব তথ্য প্রোফাইল আকারে সৌদি ইমিগ্রেশনে পাঠানো শুরু করেছেন তারা ।

বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/national/news/511031