রামপুরা ইউলুপে লরি উল্টে যানজট | jagonews24.com

  • 3 years ago
রাজধানীর রামপুরা-মালিবাগ, রামপুরা-বনশ্রী সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। রামপুরা ইউলুপের ওপর লরি উল্টে এই যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (১৩ মে) রাত তিনটায় লরিটি উল্টে গেলেও মঙ্গলবার দুপুর পৌনে ১২টা পর্যন্ত সরাতে পারেনি ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশন।

ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকে যানজট বাড়ছে। ট্রাফিক বিভাগের চেষ্টা সত্ত্বেও যানজট কমছে না। উল্টে যাওয়া লরিটি সরানো না গেলে রাস্তা সচল হবে না। বনশ্রী রাস্তার যানজট বেশি। মেরাদিয়া ছাড়িয়ে ত্রিমোহনী পর্যন্ত ঠেকেছে যানজট।

বিস্তারিত পড়ুন- https://bit.ly/2WFcXBj