বছরের দুটি দিন অস্ত্র হাতে বের হন শাহাবুদ্দিন || jagonews24.com

  • 3 years ago
সন্ধ্যা পৌনে ৭টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে রাস্তায় হোপ ভ্রাম্যমাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসের দিকে রাইফেল তাক করে আছে মধ্যবয়সী এক ব্যক্তি। শিশু শিক্ষার্থীরা ভয়ে চিৎকার করছে। কিন্তু অস্ত্র হাতে লোকটি চুপ বলে ধমক দিতেই ওরা চুপ।

আজ ২৬ মার্চ মহ‌ান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্কুল শিক্ষার্থীরা ভ্রমণে এসেছিল। অস্ত্রের মুখে জিম্মি হতে হবে ওরা ভাবেনি। স্কুল বাস ও অস্ত্রধারী লোকটির সামান্য কয়েক হাত দূরেই অসংখ্য মানুষ জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। ঘটনার আকস্মিকতায় ওরাও নির্বাক। তবে শিশুদের ভয় বেশিক্ষণ থাকেনি। মধ্যবয়সী ওই ব্যক্তি রিকশা থেকে নেমে বাসের জানালার কাছে গিয়ে বলল, ‘ভয় পেয়ো না, এটা খেলনা বন্দুক। বছরের দুটি দিন ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ আমি মুক্তিযোদ্ধাদের স্মরণ করে অস্ত্র হাতে বের হই। এই যে দেখো আমার রিকশার সামনে জাতীয় পতাকা।’

বিস্তারিত পড়তে-https://bit.ly/2TXjslX

Recommended