ভুয়া বিজ্ঞপ্তি থেকে সাবধান: এক ব্যক্তির নামে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ‘গাজী ইন্টারন্যাশনাল লি.’ ও ‘ভিশন বিজনেস সেন্টার’ নামে দু’টি ট্রেড লাইসেন্স নেন। এরপর মহাখালীর ডিওএইচএস এলাকায় দু’টি অফিস খুলে। এই প্রতারক চক্র উক্ত দুটি কোম্পানির বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য ফেসবুক, অনলাইন ও লিফলেটের মাধ্যমে ভুয়া বিজ্ঞাপন দেয়। তারা চাকরি প্রত্যাশীদের কাছ থেকে আবেদন ফি বাবদ একহাজার টাকা ও প্রশিক্ষণ বাবদ ৮-১২ হাজার টাকা করে নিতো। কোম্পানির ইউনিট ম্যানেজার, ব্যাঞ্চ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারসহ বিভিন্ন পদে ২০-৫০ হাজার টাকা পর্যন্ত বেতনের প্রলোভন দেখিয়ে তরুণদের প্রলুব্ধ করতো। এরপর ওই ভুয়া কোম্পানিতে তাদের চাকরি দিতো। কিন্তু মাসের পর মাস অফিসে আসা-যাওয়া করেও বেতন না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অনেকে টাকা ফেরত চাইলে তাদেরকে ভয়-ভীতি, হুমকি এমনকি মারধরও করতো। অবশ্যই দেখে, নিজে যাচাই বাছাই করুন, প্রতারণা থেকে বাচুন
আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আমাদের এই ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকারও হয় তবেই আমাদের সার্থকতা। আপনাদের যে কোন মতামত, পরামর্শ কিংবা জিজ্ঞাসা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। Messenger: https://m.me/waliulkarimkhanofficial
You can use this music for free in your multimedia project (online videos (Youtube, Facebook,...), websites, animations, etc.) as long as you credit Bensound.com (in the description for a video).