বষায় গ্রাম বাংলার মাঠ ও আঁকাবাঁকা পথ সবকিছুই প্রাকৃতিক দেখলে চোখ জুড়িয়ে যায়

  • 4 years ago
বষায় গ্রাম বাংলার মাঠ ও আঁকাবাঁকা পথ সবকিছুই প্রাকৃতিক দেখলে চোখ জুড়িয়ে যায়। রাস্তার দুই পাশে সবুজের মাখামাখি যতদুর চোখ যায় বিস্তূত মাঠ আকাশের মেঘ যেন কুয়াশা হয়ে ভীড় করেছে এখানে । এই নয়নাভিরাম ও নান্দনিক সৌন্দযের বিশ্লেষন শেষ হয় না । এমন অপরুপ দৃশ্য চোখে পড়ে বাংলাদেশের অধিকাংশ গ্রামেই ।শ্রাবনের বৃষ্টির পানি ধানক্ষেত ভরে গেছে কোথাও যেন ঠাই নেই এতটুকু ।