Welcome to my "Healthy & Tasty Cooking Recipe" channel.
☟☟☟☟☟ভিন্ন স্বাদের ছানার পাটিসাপটা পিঠা তৈরির রেসিপি- How to Make Tasty Patishapta Pitha with Curd at Home? ------------------------------------------------------------------------------------ বাংলাদেশের খাবারের তালিকায় বিভিন্ন ধরনের পিঠা স্থান দখল করে আছে। এমনই একটি পিঠা হচ্ছে পাটিসাপটা পিঠা। গ্রাম-বাংলার ঐতিহ্য এই পাটিসাপটা পিঠা সবারই ভীষণ প্রিয়।অনেকেই সময়ের অভাবে পিঠা তৈরি করতে পারেন না। তবে স্বল্প সময়েই তৈরি করে নিতে পারেন ভিন্ন স্বাদের ছানার পাটিসাপটা পিঠা । আসুন তাহলে জেনে নেই বাসায় ছানার পাটিসাপটা পিঠা তৈরির রেসিপি-
►Ingredients(উপকরণ): ==================== 1.Bowl- বাটি 2.Tea Cup- চায়ের কাপ 3.Flour- ময়দা ২ কাপ 4.Semolina- সুজি ১/২ কাপ 5.Water- পানি 250ml 6.Egg- ডিম ১ টি 7.Salt- লবণ স্বাদ মতো 8.Sugar- চিনি ২ টেবিল চামচ স্বাদ অনুযায়ী 9.Coconut-নারিকেল 10.Curd- ছানা 11.Raisins- কিশমিশ 12.Peanuts- চিনাবাদাম 13.Ghee- ঘি 14.Cherry- চেরিফল 15.Bay leaves- তেজপাতা 16.Cinnamon- দারুচিনি