কুমারখালীতে হাজী কিয়ামত আলী বিশ্বাস গেদিরন নেছা এতিম বালিকা শিশু পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নতুন পোশাক বিতরণ

  • 6 years ago
কুমারখালীতে হাজী কিয়ামত আলী বিশ্বাস গেদিরন নেছা এতিম বালিকা শিশু পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নতুন পোশাক বিতরণ।

আজ মঙ্গলবার সকালে কাতার চ্যারিটি বাংলাদেশের সহযোগিতায় বিশ্বাস গেদুরন নেছা এতিম বালিকা শিশু পরিবার কে পবিত্র ঈদ উপলক্ষে এতিম শিশু ও বিধবা মহিলাদের মধ্যে ঈদ সামগ্রী ও নতুন ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠিত হয়।
কুমারখালীতে ১১৮ জন এতিম বালিকা ও বিধবা মহিলাদের মাঝে প্রতিজনের জন্য সেমায়,দুধ, সোয়াবিন তৈল .চিনি, লবন সহ বেশকিছু খাদ্য সামগ্রী সহ নতুন পোশাক বিতরন করা হয়।
প্রায় লক্ষ টাকার খাদ্য সামগ্রী ও শাড়ী বিতরণ করা হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কাতার চ্যারিটি কর্মকর্তাগণ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ আলী। স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কুমারখালী সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, সকল এতিম বালিকা ও বিধবা মহিলাদের পুনর্বাসনকল্পে আমার সমাজসেবা অধিদপ্তরের যে সকল সাহায্য সহযোগিতা পাওয়ার দরকার তার সব কিছুই এদের জন্য বরাদ্দ করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ।
পরিশেষে উপস্থিত ১১৮ জন এতিম বালিকা ও বিধবাদের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদের পোশাক স্যান্ডেল বিতরণ করা হয়।
Website: http://barta.tv
Website: http://barta.tv/news
Google Plus: https://goo.gl/5jEv7N
YouTube: https://www.youtube.com/c/bartatvbd
Facebook: http://www.facebook.com/bartatv
Twitter: https://twitter.com/barta_tv
Dailymotion: http://www.dailymotion.com/bartatv
Phone- +8801911086461
Contact us: news.bartatv@gmail.com & news@barta.tv

Recommended