আকস্মিকভাবে মিলিশিয়ারা সেনা ক্যাম্পে হামলা চালালে পাল্টা অভিযানে তারা নিহত হয়। এসময় সেনাবাহিনীর এক সদস্যও নিহত হয়েছেন। কাসাই অঞ্চলের সেক্টর কমান্ডার জানান, ক্ষমতা প্রদর্শন করে স্বীকৃতি আদায় এবং অস্ত্র লুট করার জন্য মিলিশিয়ারা সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে। ১৪ মিলিশিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। তবে স্থানীয়রা বলেছেন, নিহতদের অধিকাংশই সাধারণ মানুষ। ২০১৬ সালে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর উপজাতি প্রধান কামনি নাসাপুকে হত্যা করা হয়। তারপর থেকেই কাসাইয়ে সংঘাত অব্যাহত রয়েছে। সেক্টর কমান্ডার জানিয়েছেন, পরিস্থিতি আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আছে। দু'পক্ষের সংঘর্ষে স্থানীয় গ্রামবাসী এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম
Be the first to comment