Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
এই চ্যানেলে আপনাকে স্বাগতম।

আমরা অনেকেই পিসি বা ল্যাপটপ চালাতে গিয়ে দেখি উইন্ডোজ স্লো হয়ে গিয়েছে।
সেজন্য আমরা অনেক ধরনের ক্লিনার সফটওয়্যার ডাউনলোড করি।
অথচ আমরা জানি না উইন্ডোজের ডিফল্ট সফটওয়্যার দ্বারাই কাজটি করা যায়।
সেজন্য শুরুতেই Win Key + R চাপি।
তারপর সেখানে cleanmgr কমান্ডটি লিখে ওকে চাপলেই ডিস্ক ক্লিনআপ চালু হয়ে যাবে।
যেকোনো সমস্যা কমেন্টে জানান অথবা ফেসবুক পেজে জানান।
টিউটোরিয়ালটি পছন্দ হলে লাইক দিন, রিপোস্ট করুন ও ফলো করুন।

ইউটিউব ভার্সন : https://youtu.be/i2sekDTDXf4

ফেসবুক পেজ: https://www.facebook.com/easytutorialbengali/

ব্লগ : https://easytutorialbengali.blogspot.com/

Category

🤖
Tech

Recommended