* জন্ম যশোর নড়াইলে, চৌঠা অক্টোবর। তুলা রাশি। * চার ভাই-বোনের মধ্যে মি সর্ব কনিষ্ঠ। * ছোটবেলা থেকেই গান-বাজনার পাগল ছিলাম। * আমায় অনুপ্রেরণা দিয়েছে আমার মা। তবে ছোট বোনের অনুসারি ছিলাম। * তৎকালীন আমাদের ব্যান্ড ছিল ‘ইবস’। * একসময় ব্যান্ড ছেড়ে সলোতে চলে আসি। * আমার সলো প্রথম এ্যালবাম ‘বন্যেরা বনে রয়’। * ৮৬’তে এই গানটিই আমার জীবনের মোড় ঘুরে দেয়ার টারনিং পয়েন্ট- বন্যেরা বনে রয় তুমি এই বুকে তুমি সুখি হবে আমারই সুখে। * তারপর ৯৬’তে আমার নদি গানটি হিট হয়। এরপর আমার নতুন আরেকটি অধ্যায় শুরু হয়। * এই পর্যন্ত সলো এ্যালবাম ২৭টি এবং মিক্সড এ্যালবাম ৫০টির ও বেশি করেছি। * এখন ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে। ইন্ডাস্ট্রি না আবার যতদিন পর্যন্ত সচ্চল হবে, ততদিন না পর্যন্ত আমরা কেউই এই প্রশ্নের উত্তর দিতে পারব না যে ‘আপনার কেমন সময় যাচ্ছে’। * লাস্ট ৩ বছর আমার কোন এ্যালবাম মার্কেটে দিই নি। * ২০১৫’তে আমার একটি এ্যালবাম মার্কেটে আসতে পারে। এ্যালবামটির কাজ চলছে। * আমার সুখের সংসার। এক ছেলে, এক মেয়ে। ছেলে নিয়ন, মেয়ে নওমি। * কখনও চিন্তাই করিনি আমি একজন শিল্পী হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হব। * এখনও নিজেকে পুরোপুরি শিল্পী হিসেবে ভাবি না। অনেক শেখার বাকি। সুরের সমুদ্রে এক ফোটা জলও পান করতে পারিনি। * দীর্ঘ ১৬ বছর পর আমার ‘ইবস’ ব্যান্ডটি বিল্ড আপ করেছি। * প্রিয় খাবার ভাত, মাছ, ভর্তা। বৃষ্টির দিনে খিচুড়ি আর ইলিশ। * মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্কট দূর করতে হলে আমরা কলাকুশলী, টিউনার, সিঙ্গার টোটালি ইন্ডাস্ট্রি এক হয়ে একটা সিস্টেমিটিক ওয়েতে আসতে হবে। * আমি জাতীয়তাবাদী দল করি। জিয়ার দল পছন্দ করি। আমি যুবদল কেন্দ্রীয় কমিটির কালচারাল সেক্রেটারি। * দর্শকের উদ্দেশ্যে- আপনাদের প্রতি আমার কোন কিছুই চাওয়ার নেই। অনেক পেয়েছি দিতে পেরেছি কিনা জানিনা। চেষ্টা করে গেছি, চেষ্টা করে যাব যতদিন সঙ্গীতের সাথেই থাকব। আপনাদের কাছে আমার একটাই দাবি- আপনারা পাইরেসি জিনিসটাকে ঠেকান।