Skip to playerSkip to main content
  • 12 years ago
ইউরোবিডিনিউজ অনলাইন ডটকম এর তারকা ভিডিও সাক্ষাৎকারে তার সঙ্গে আলাপচারিতার উল্লেখযোগ্য কিছু অংশ নিম্নে লিখিতভাবে তুলে ধরা হলো:
নামঃ মুহিন
পুরো নামঃ কে এম আব্দুল্লাহ আল মূর্তজা মুহিন।
সঙ্গীতের পথ চলা চার বছর বয়স থেকেই।
গান শেখা শুরু আমার ছোট চাচার কাছ থেকে ।
প্রফেশনালি ক্যারিয়ার শুরু রাজশাহীতে নিজেদের ব্যান্ড থেকে, যার নাম 'ওয়েভস'।
আমার জন্ম ৬ ফেব্রুয়ারি দাদার বাড়ি পাবনাতে।
রাজশাহীতে থাকাকালে ওস্তাদ নুর হামিদ রিজভি স্যারের কাছে গান শেখা এবং আমাদের 'ওয়েভস' ব্যান্ডকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু।
গান করতে করতে ক্লোজআপ-১ আসা এবং কাজ শুরু করলাম । তারপর মানুষের এসএমএস হোক, আন্তরিকতা হোক, গান শুনে মানুষ এসএমএস দিলো। ভালোবাসায় শিক্ত করল, পরে মুহিনকে পেল।
ছোটবেলা থেকে গানের প্রতি আগ্রহের অবদান সবচেয়ে বেশি আমার মায়ের।
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় স্কুলে একটা কম্পিটিশনে আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এবং দেশাত্মবোধক চারটাতেই প্রথম হলাম এবং চ্যাম্পিয়ন একটা পুরষ্কার পেলাম। তখন থেকেই আমার গানের পরিচিতিটা শুরু।
আমি বলব না যে আমি ভালো। পৃথিবীর কেউই ১০০% সুন্দর মানুষ না। আমার কাজ যেটা, সেটাকে আমি সম্মান করি। মানুষের সাথে যেভাবে চলতে হয় সেভাবে চলার চেষ্টা করে যাচ্ছি এখনো। জানিনা কতখানি সফল।
আমার এসএসসি পাশ করতে ১৪টি স্কুল লেগেছে। যেহেতু বাবা পুলিশের চাকরি করতেন।
বর্তমানে আমার চতুর্থ একক এ্যালবামের কাজ প্রায়ই শেষের দিকে। ১২ টা গানের পরিপূর্ণ এ্যালবাম। এ্যালবামটি আমার কোম্পানি গল্প এন্টারটেইনমেন্ট থেকে আসছে।
এখন এ্যালবামের কাজে মানুষ গান কমিয়ে ফেলেছে। দেখা গেছে কোন কোন এ্যালবামে ৮টা, কোনটাতে ১০টা, কোনটাতে ৭টা, ৬টা গান থাকে।
গান মানুষকে শুনাতে হবে, না শুনালে ব্যর্থতা আমারই। যে কারণে এ্যালবামের কাজ নিয়ে ব্যাস্ত। আর নিয়মিত প্লেব্যাক এবং সিনেমার গান করছি।
আমার নতুন সলো এ্যালবামের নাম 'বাংলার ঢোল'।
দর্শক এ্যালবামটি পাবে পহেলা বৈশাখে। টাইটেল সংটি আমার লেখা ও সুর করা।
নতুন এ্যালবামের একটি গান- তুমিতো নিঃশ্বাস দেহে আছ লুকিয়ে

Category

🎵
Music
Be the first to comment
Add your comment

Recommended