SPNBANGLA TV

@spnbanglatv
তরুণ প্রজন্ম, আগামীর পৃথিবীর জন্য আমরা একটি বস্তুনিষ্ঠ, উন্নয়নকামী অনলাইন গড়ে তুলছি। নীতির প্রশ্নে আমরা সব সময়ই আপসহীন ছিলাম, আছি, থাকব। সত্যনিষ্ঠ তথ্য উপস্থাপন ও বস্তুনিষ্ঠ বিনোদন দেওয়াই আমাদের লক্ষ্য। সময়, ইতিহাসকে সাক্ষী করে আমরা এগিয়ে যেতে চাই।

অনলাইন বিশ্বের যেখানে যখনই কোনো ঘটনা ঘটছে, তখনই সেটি তুলে আনছে। তাৎক্ষণিক অনলাইন প্রকাশ করছে। অনলাইনের খবর পৌঁছে যাচ্ছে পাঠকের কাছে কম্পিউটার, ল্যাপটপ, কিংবা স্মার্টফোনে। অনলাইনে ভিডিও, ছবি দেখা যাবে। সাথে সাথে ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমেও পাওয়া যাবে সর্বশেষ তথ্য।

চেয়ারম্যান & সি.ই.ও : আজিজুল হক মিন্টু।

spnbangla tv 14, purana paltan, Dhaka-1000. 01711143342 email: spnbanglatv@gmail.com, spnreportermintu@gmail.com, www.spnbangla,tv