Skip to main contentSkip to footer
NGO BARTA

NGO BARTA

@ngobarta
0 followers
NGO Barta /এনজিও বার্তা একটি অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম । বাংলাদেশ তথা আন্তর্জাতিক পরিমণ্ডলে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থা ও যুব সংগঠন ,সংগঠক এর কর্মকান্ড সহ এনজিও সম্পর্কিত বিভিন্ন বিষয়বস্তু সকলের সামনে তুলে আনার প্রত্যয় নিয়ে এনজিও বার্তা ‘র যাত্রা শুরু ।

আমরা বিশ্বাস করি Non Government Organization (NGO) বা বেসরকারী উন্নয়ন সংস্থাগুলি একটি দেশের সমাজ উন্নয়ন থেকে শুরু করে জাতীয় উন্নয়নে সরকারের সহায়ক হিসেবে কাজ করে ।

নিভৃতে এই স্বেচ্ছাসেবী সংস্থাগুলো মানবসেবায় কাজ করে বলেই তা অনেকের জানা থাকে না। থাকে ভুল ধারানাও , তাই এই ভূল ধারনা দূর করা সহ সমস্যা,সম্ভাবনা ও উন্নয়নের কথা বলবে NGO বার্তা ।


এনজিও বার্তা বিশ্বজুড়ে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থার সাথে একটি সেতু তৈরির চেষ্টা করছে এবং দেশের অনলাইন সংবাদ মাধ্যমে একটি নতুন মাত্রা তৈরি করতে চাইছে।