একজন যুবক ছেলের বিয়ে নিয়ে কথা চলছে। ছেলেটির মা তার জীবনসঙ্গী ঠিক করতে চায়। কিন্তু ছেলে কোনোভাবেই বিয়ের পিড়িতে বসতে চাইছেনা। কিন্তু কেন? কারণ বিয়ের জন্য সে মোটেও প্রস্তুত নয়। তাহলে কি সারাজীবন একাই কাটিয়ে দেবে?
ছেলেটির গার্লফ্রেন্ড ছিল বেশ স্মার্ট। আজকালের ভালোবাসা বলতে যা বোঝায় আরকি, তেমনটিই হতে চলেছে তাদের মধ্যে। কিন্তু বিছানায় ছেলেটির কোনো ফিল আসেনা। কারণ সে নীল ছবি দেখে নিজেকে শান্ত রাখে। তাই রেয়াল লাইফে এই কাজ করতে মোটেও আগ্রহ আসেনা।
একারণে তার জীবন থেকে একের পর এক গার্লফ্রেন্ড চলে যায়। শুধু কথা বলে আর পার্কে বাদাম খেয়ে কি আর প্রেম টেকে? যাইহোক একসময় তার এক গার্লফ্রেন্ড বিষয়টা বুঝতে পারে এবং সাহায্য করতে চায়। ধীরে ধীরে তারা নিজেদের মধ্যে ভালো বন্ডিং তৈরি করতে সক্ষম হয় এবং শেষ পরিণতী হিসেবে ছেলেটি তার প্রিয় মনুষের সাথে ইটিশ-পিটিশ করতে সক্ষম হয়।
কিন্তু কিভাবে এই সমস্যা থেকে ছেলেটি বেড়িয়ে আসলো? আর কিভাবে মেয়েটি সাহায্য করেছিল সেটা জানতে এখনি দেখে নিন কমেডি আর প্রেমের রসায়নে ভরপুর এই সিরিজটি।
Be the first to comment