Skip to playerSkip to main contentSkip to footer
  • 8/1/2023
ধর্মীয় শোভাযাত্রায় হামলার ঘটনায় ক্রমশ উত্তাপ বাড়ছে হরিয়ানার নুহ জেলায়। নুহ জেলায় যখন উত্তেজনা বাড়ছে, সেই সময় জারি করা হয় ১৪৪ ধারা। পাশাপাশি নুহ-তে কারফিউ জারি করা হয় প্রশাসনের তরফে। সেই সঙ্গে নুহ জেলায় মেতায়েন করা হয়েছে ২০ কোম্পানি আধা সামরিক বাহিনী। আধা সামরিক বাহিনীর পাশাপাশি রাস্তায় পুলিশের আধিকারিকরা সব সময় রয়েছেন। কোনও অশান্তি যাতে না ছড়ায়, সেদিকে রাখা হয়েছে কড়া নজর।

Category

🗞
News

Recommended