ভারতরত্নের জেরে INDIA জোটে ভাঙন। নীতীশ কুমারের পর এবার INDIA জোট ছেড়ে NDA-তে যেতে চলেছে উত্তরপ্রদেশের দল রাষ্ট্রীয় লোক দল বা RLD। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সঙ্গে জোট গড়ে বিজেপির বিরুদ্ধে বেশ কয়েক বছর ধরে লড়াই করা জয়ন্ত সিং চৌধুরী এবার পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন বলে খবর।
Be the first to comment