WHO-এর সতর্কতা, কোভিডের পর হানা দিতে পারে ভয়ঙ্কর মহামারী

  • last year
বিশ্ব জুড়ে হানা দিতে পারে কোভিডের চেয়েও মারাত্মক কোনও মহামারী। ভবিষ্যতে কোভিডের তুলনায় যে ভয়ঙ্কর মহামারী হানা দিতে চলেছে, তার জন্য প্রত্যেককে তৈরি থাকতে হবে। এবার এভাবেই বিশ্ববাসীকে সতর্ক করলে হু প্রধান আধানম গ্যাব্রিয়াসেস।