দ্য কেরালা স্টোরি নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে প্রায় গোটা দেশ জুড়ে। দ্য কেরালা স্টোরি মুক্তি পেতেই, তা নিয়ে কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক সম্মেলন করে কেরালা স্টোরির সমালোচনার পর এবার ওই সিনেমা রাজ্যে নিষিদ্ধ করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।