Pakistan-এ পাম্প খালি, মিলছে না পেট্রল

  • last year
একের পর এক অর্থনৈতিক সমস্যায় জর্জরিত পাকিস্তান। বালোচিস্তান, গিলগিট প্রদেশের বিভিন্ন অঞ্চলে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া। ফলে বালোচিস্তান, গিলগিটের একাধিক জায়গায় মিলছে না আটা, ময়দার মত নিত্যপ্রয়োজনীয় জিনিস। খাবারের পাশাপাশি এবার পেট্রল পাম্পগুলিতে মিলছে না পেট্রল। এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আসতে শুরু করেছে।