Sania Mirza-Shoaib Malik- ডিভোর্সের গুঞ্জনের মাঝে কী করলেন শোয়েব

  • 2 years ago
সানিয়া মির্জা-শোয়েব মালিক। দুনিয়ার দুটি জনপ্রিয় খেলার জনপ্রিয় খেলোয়াড়। সেলেব দম্পতির বৈবাহিক সম্পর্কের ভিত নাকি নড়ে গিয়েছে। শোনা যাচ্ছে, পাকিস্তানের মডেল-অভিনেত্রীর আয়েষা ওমরের সঙ্গে শোয়েব মালিকের ঘনিষ্ঠতায় নাকি ক্ষুব্ধ টেনিস তারকা সানিয়া। সেই কারণেই শোয়েবের সংসার ভেঙে বেরোচ্ছেন সানিয়া। যদিও ভারতীয় টেনিস তারকা এ বিষয়ে মুখ খোলেননি।

Recommended