Alia Bhatt: মা হয়ে প্রথম মুখ খুললেন আলিয়া

  • 2 years ago
মা হওয়ার পর এবার প্রথম বিবৃতি প্রকাশ করলেন আলিয়া ভাট। মা হয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিবৃতি প্রকাশ করা হয় টিম আলিয়া ভাটের তরফে। যেখানে আলিয়া জানান, তাঁদের সন্তান এসেছে। একেবারে \'ম্যাজিকাল\' কন্যা শিশু তাঁর কোলে এসেছে।

Recommended