ছেলে.. পদ্মা পারের পদ্মাবতী কি সুন্দর মুখ খান তোমার কি সুন্দর মুুখ খান দেখলে তোমায় জুড়াইয়া যায় আমার মনপ্রাণ আরে দেখলে তোমায় জুড়াইয়া যায় আমার মনপ্রাণ....
মেয়ে.. পদ্মা পারের রাখাল তুমি কি যে কথা কও তুমি কি'যে কথা কও রাখালিয়া বাশির সুরে পরান কেড়ে নাও তুমি রাখালিয়া বাশির সুরে পরান কেড়ে নাও...
ছেলে... ডাগর ডাগর নয়ন দুটি দীগল কালো কেশ গালেতে তিলকের ফোটা দেইখা আমি শেষ।
মেয়ে.. কি যে কথা বলো আমি লাজে মইরা যাই হাত ছেড়ে দাও বেলা থাকতে বাড়ী ফিরা যাই..
ছেলে... লজ্জাবতী পদ্মাবতী আসমানের-ই চাঁন তুমি আসমানের-ই চাঁন দেখলে তোমায় জুড়াইয়া যায় আমার মনপ্রাণ আরে দেখলে তোমায় জুড়াইয়া যায় আমার মনপ্রাণ।
মেয়ে.. পদ্মা পারের রাখাল তুমি কি যে কথা কও তুমি কি'যে কথা কও রাখালিয়া বাশির সুরে পরান কেড়ে নাও তুমি রাখালিয়া বাঁশীর সুরে পরান কেড়ে নাও...
ছেলে... কবে তুমি বৌ সাজিয়া যাইবা আমার বাড়ি.. লাল ফিতাতে চুল বান্ধিয়া পরিয়া লাল শাড়ি..
Be the first to comment