মফস্বল সাংবাদিকতায় বৈষম্য কেন? কফি উইথ রাসেল। দৈনিক চারঘাট । Dainik Charghat

  • 2 years ago
মফস্বল সাংবাদিকতায় বৈষম্য কেন? কফি উইথ রাসেল। দৈনিক চারঘাট । Dainik Charghat

গণমাধ্যম কর্মীদের বলা হয় সমাজের দর্পণ বা প্রতিচ্ছবি। সময়ের সাথে তাল মিলিয়ে অবলিলায় ছুটেঁ চলে সংবাদের পিছু। সমাজের নানা অবক্ষয়, অনিয়ম, দুর্নীতি, খুন, ধর্ষণ, লুন্ঠনসহ অনাচার-অবিচার, সাম্প্রদায়িক জঙ্গিবাদ, অস্তিত্বশীল রাজনীতিসহ বিভিন্ন ঘটনার পেছনে ছুঁটে বেড়াতে হয় গণমাধ্যম কর্মীদের। এ ছাড়াও অর্থনৈতিক, সামাজিক, গ্রামীণ, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাসহ নানাবিধ বিষয়ে উন্নয়ন মূলক কিংবা উন্নয়ন বিমুখ সব ধরনের সংবাদ সংগ্রহে সজাগ থাকতে হয় দায়ীত্ব ও কর্তব্য রেখেই। শুধু কি তাই? জীবনের ঝুকিঁ নিয়ে অনুসন্ধানি সাংবাদিকতাও করেন অনেকে। অপরাধীদের প্রতিহিংসায় অনেক সাংবাদিককে হত্যাও করা হয় নির্দ্বিধায়। তবে, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মফস্বল সাংবাদিকতায় তিন বেলা খেতে না পারলেও মানুষের ভালবাসায় তৃপ্তিদায়ক স্বস্তি ফেলতে পারে মফস্বল সংবাদকর্মীরা। একজন মফস্বলে কাজ করা গণমাধ্যম কর্মীদের কষ্ট কেবল আর একজন মফস্বল সহযোদ্ধায় উপলদ্ধি করতে পারে।

দেশে একের পর এক ওয়েজ বোর্ড গঠণ হলেও এতে মফস্বল সংবাদকর্মীদের কোনো স্থান পায় নাই। ওয়েজ বোর্ডের সব সুযোগ সুবিধা যেন ভদ্র পল্লীর এসি রুমে বসে কাজ করা সাংবাদিকদের শোভা পায়। মফস্বলকর্মীদের দুঃখের গল্প শোভা আরেক মফস্বল সহকর্মীর কাছে। যদিওবা সংবাদ মাধ্যম গুলোর পাঠক ও দর্শকের প্রত্যাশার মূল কেন্দ্রবিন্দুই মফস্বলকে ঘিরে। কিন্তু সেই মফস্বল থাকা গণমাধ্যম কর্মীরা অবহেলিতই থেকে যাচ্ছে। যখন পাঠক ও দর্শকের আকাঙ্খা ও প্রত্যাশা মাথায় রেখে নিজ কর্তব্যে সক্রিয় মফস্বল সংবাদকর্মীরা, তখনো তাদের প্রতি সামান্যতম কৃতজ্ঞতা জন্ম হয় না নিজ প্রতিষ্ঠানের কর্তাদের। তবুও আমাদের মতো মফস্বল কাজ করা সংবাদকর্মীদের উপর চলে নিপিড়ন। কাজের স্বীকৃতি স্বরুপ একদিকে জোটে দরিদ্রোচিত কষ্ট-বেদনা। আর মফস্বল সাংবাদিকদের এই সকল কথা নিয়ে আমাদের এবারের আয়োজন।

কফি উইথ রাসেল ৩য় পর্বে আমাদের সাথে আলোচনায় অংশ নিয়েছেন চারঘাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও স্থানীয় সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হক এবং চারঘাট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক চারঘাট পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু।
আমাদের আজকের আলোচনার বিষয়ঃ মফস্বল সাংবাদিকতা।
আনিসুর রহমান রাসেলের উপস্থাপনায় অনুষ্ঠানটি এখন থেকে দেখা যাবে সপ্তাহের প্রতি সোমবার রাত ৮ টায় দৈনিক চারঘাট ও চারঘাট টিভির ওয়েব সাইট, ফেসবুক পেজ, ইউটিউব ও ডেইলি মোশন চ্যানেলে।
||| LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE |||
চারঘাটের প্রথম অনলাইন কমিউনিটি পত্রিকা দৈনিক চারঘাট ও চারঘাট টিভির পক্ষ থেকে স্বাগতম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ভিজিট করুন www.dainikcharghat.com
দৈনিক চারঘাট সম্পর্কিত যে কোন প্রশ্ন বা মতামত জানাতে info@dainikcharghat.com
বার্তা ও বিজ্ঞাপন বিভাগ: দৈনিক চারঘাট,৩য় তলা, সোনালি ব্যাংকের সামনে, চারঘাট বাজার, চারঘাট, রাজশাহী-৬২৭০
মোবাইল: ০১৬৩৯-২৬০-৭০০, বার্তা: ০১৯১২-৯৩৫-০২১, বিজ্ঞাপন ও সার্কুলেশন : ০১৬৮৩-৯৯৮-৭১০
=============================
STAY CONNECTED WITH DAINIK CHARGHAT
==============================
WEBSITE : https://www.dainikcharghat.com
FACEBOOK: https://www.facebook.com/dainikcharghat
TWITTER : https://twitter.com/dainikcharghat
YOUTUBE: https://www.youtube.com/channel/UCh9-zPX9ux_ZLxeujlvfzhQ

প্রকাশক: আশিকুর আলী অপু, সম্পাদক : নজরুল ইসলাম বাচ্চু, নির্বাহী সম্পাদক : ময়েন উদ্দীন পিন্টু, বার্তা সম্পাদক: মাইনুল হক সান্টু

Recommended