Farm Laws: আলোচনা ছাড়া কেন পাশ কৃষি আইন প্রত্যাহার বিল, ক্ষোভ তৃণমূলের

  • 3 years ago
সোমবার বিরোধীদের তুমুল হট্টগোলের মাঝেই লোকসভায় কৃষি আইন প্রত্যাহার বিল পেশ করা হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এই বিল পেশ করেন। এরপরই এই বিল প্রসঙ্গে আলোচনা চেয়ে হট্টগোল শুরু করেন বিরোধীরা আর তারই মাঝে লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে যায় কৃষি আইন প্রত্যাহার বিল।

Recommended