Anupam Roy এর বিচ্ছেদ, ট্যুইট বার্তা গায়কের

  • 3 years ago
অনুপম জানান,  তিনি এবং তাঁর স্ত্রী আলোচনার মাধ্যমে \'মিউচুয়াল ডিভোর্সের\' সিদ্ধান্ত নিয়েছেন। যতদিন তাঁরা একসঙ্গে ছিলেন, সেই পথ অত্যন্ত সুন্দর ছিল।  একসঙ্গে তাঁরা ভাল সময় কাটিয়েছেন অনেক। তবে ব্যক্তিগত পছন্দ এবং অপছন্দের মিল না হওয়ায়, তাঁরা স্বামী, স্ত্রী হিসেবে নিজেদের পথ চলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।