যেমন হবে কক্সবাজার বিমান বন্দর । এটি হতে যাচ্চে বাংলাদেশে সবচেয়ে দীর্ঘ রানওয়ে YouTube- https://youtu.be/XDCadzCXnyw SUBSCRIBE | https://www.youtube.com/GOALTVBD কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ হচ্ছে বঙ্গোপসাগরে জলরাশির ওপর। আর এটি হতে যাচ্চে বাংলাদেশে সবচেয়ে দীর্ঘ রানওয়ে। ১০ হাজার ৭শ ফুট দীর্ঘ এই রানওয়ের ১৩’শফুট থাকবে থাকবে বঙ্গোপসাগরের ভেতরে। বর্তমানে সবচেয়ে দীর্ঘ রানওয়েটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের। এটির দৈর্ঘ্য ১০ হাজার ৫শ ফুট।
রানওয়ের সম্প্রসারণ হলে বঙ্গোপসাগরের জলরাশি ছুঁয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে দেশের চতুর্থ এই আন্তর্জাতিক বিমানবন্দরে। সোনাদিয়া দ্বীপের বুক চিরে মহেশখালী চ্যানেলের কিয়দংশ ভরাটের মাধ্যমে যখন কক্সবাজার বিমানবন্দরটির রানওয়ের পূর্ণাঙ্গ রূপ পাবে তখন দেখা যাবে সৌন্দর্য্যের আরেক ভিন্ন জগৎ, এমনটি বলছেন প্রকল্প কর্মকর্তারা।
আগামীকাল রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্প্রসারণ কর্মসূচীর উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। তার সরকার কক্সবাজারকে বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করার লক্ষ্যে প্রায় পৌনে চার হাজার কোটি টাকার প্রকল্প নিয়েছে। এর মধ্যে রানওয়ে সম্প্রসারণের জন্য খরচ করা হচ্ছে দেড় হাজার কোটি টাকার বেশি।
প্রকল্পর আওতায় রানওয়ে সম্প্রসারণের পাশাপাশি নতুন টার্মিনাল নির্মাণ, গ্রাউন্ড লাইটিং সিস্টেম, সেন্ট্রাল লাইন লাইট,সমুদ্র বুকের ৯০০ মিটার পর্যন্ত প্রিসিশন এপ্রোচ লাইটিং ও ইন্সট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম স্থাপন এবং নিরাপত্তা প্রাচীর ও বাঁকখালী নদীর উপর সংযোগ সেতু নির্মাণও করা হবে ।
:----------- Most Viewed ----------:
মাশরাফির বলে চার মারলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা https://youtu.be/YRJ3lKxl3FU সজীব ওয়াজেদ জয়ের জন্য পানি নিয়ে এলো রোবট | Robot Serves Drinks to Sajeeb Wazed Joy https://youtu.be/khREe0YcTII রোবট সোফিয়া বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কী বললো? https://youtu.be/4NBfdeJmZQU Message of Annisul Huq to the Young Generation- তরুণ প্রজন্মের কাছে আনিসুল হকের বার্তা https://youtu.be/JfIQ4gthKgg Turkish Ice Cream Scroll Walking Street Pattaya, Thailand https://youtu.be/nHctyNO5sPo
Thanks for checking out the video. If you like it, please leave a comment, give it a thumbs up or like, share with your friends and subscribe please. All the best.
Be the first to comment