Madhya Pradesh এ বন্যা, ভেঙে পড়ল সেতু

  • 3 years ago
এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে মধ্য প্রদেশে। যার জেরে ,ওই রাজ্যের বিভিন্ন নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। মুষলধারে বৃষ্টির জেরে গ্বালিয়র, শিবপুরী সহ মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা জলে ভাসতে শুরু করেছে। ফলে প্রসাসনের কপালে পড়তে শুরু করেছে চিন্তার ভাঁজ।