Spot375News হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। টিকা নেওয়ার পরও প্রাণ হারাচ্ছে অনেকেই। তাই করোনা জয়ের মূল চাবিকাঠি হয়ে উঠেছে করোনা বিধিনিষেধ অক্ষরে অক্ষরে পালন করা অর্থাৎ সর্বদা সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক এর ব্যবহার। অথচ রেশন দোকানে সেই সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। আর এমন চিত্রই দেখা গেল চিঁচুড়িয়ার এক রেশন দোকানে।