Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/18/2021
আবার ও ভুয়ো আইএএস অফিসার ও নীল বাতি গাড়ি লাগিয়ে ঘোড়ার অভিযোগে কৃষ্ণনগরে কোতোয়ালি থানায় এসে পুলিশের কাছে অভিযোগ জানালেন অভিজিৎ রায় নামে কল্যাণীর এক ব্যক্তি। এবং তারই তদন্তে এসেছেন সংসদ জগন্নাথ সরকার এসে তিনি যা বিবৃতি দিলেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম নিয়ে চলেন পুলিশের গাড়ি লেখা পুলিশের পোশাক পরে বেড়ান এবং যুবক-যুবতীর কাছ থেকে টাকা তুলে চাকরি দেওয়ার নাম করে আত্মসাৎ করেন এরকমি অভিযোগ ওঠে। এবং সাংসদ জগন্নাথ সরকারের দাবি অপরাধী তদন্ত করা হোক এই নিয়ে জগন্নাথ সরকার আজকে কৃষ্ণনগর কোতোয়ালি থানা , পুলিশ সুপার ও জেলা শাসকের দফতরে এসেছিলেন। আদু আচার্য্য নামে তার আহল নাম বলে জানা যায় । অভিযুক্ত পলাতক বলে জানা যায়।

Category

🗞
News

Recommended